নাগরিক সমাবেশ কোনও পাল্টাপাল্টি কর্মসূচি নয়: কাদের

শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক কমিটির সমাবেশস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, ‘নাগিরক সমাবেশ’ বিএনপির সঙ্গে কোনও ধরনের পাল্টাপাল্টি সমাবেশ নয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এ সামবেশ কোনও ধরনের পাল্টাপাল্টি সমাবেশ নয়। আওয়ামী লীগ বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কোনো ধরনের কর্মসূচি পালন করে না। এ প্রোগ্রাম আগে থেকে ঠিক করা ছিলো। তারপর বিএনপি সেটি ফলো করে পাল্টপাল্টি সমাবেশ করে’।

মন্ত্রী আরও বলেন, ‘শনিবারের সমাবেশ কোনো ধরনের রাজনৈতিক সমাবেশ নয়। এ সমাবেশ সবার। যারা স্বাধীনতার অস্তিত্বে বিশ্বাস করে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, তারাই এ সমাবেশে উপস্থিত হবেন’।

এসময় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুনুর রশীদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি একটি বিরল অর্জন। শনিবারের সমাবেশ হচ্ছে ইউনেস্কোর এই স্বীকৃতি উদযাপন করা’।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend