আইসিইউতে সালাহ উদ্দিন

 

salauddin1বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে ভারতের মেঘালয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিক্যাল সায়েন্সেস (নেগ্রিমস) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনির বরাত দিয়ে চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সালাহ উদ্দিনের শারীরিক অবস্থা ভাল নয়। পায়ে পানি জমেছে। তার কিডনিতে পাথর ধরা পড়ায় কিডনির আকার বড় হয়ে গেছে।’

বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষা করা হয়েছে। শুক্রবার তার রিপোর্ট দেওয়ার কথা রয়েছে।

দুই মাস ধরে নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদের খোঁজ মেলে গত সপ্তাহের মঙ্গলবার। ভারতের মেঘালয়ের শিলংয়ের মানসিক হাসপাতালে পুলিশি হেফাজতে তিনি চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ২০ মে (বৃহস্পতিবার) সালাহ উদ্দিনকে নেগ্রিমস হাসপাতালে ভর্তি করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend