বাংলাদেশকে ফলোঅন করতে হয়নি যে কারণে

Follow-on-(Innপাকিস্তানের করা ৫৫৭ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ২০৩ রানে। ফলে সফরকারীরা লিড পেয়েছে ৩৫৪ রানের। এমন অবস্থায় পাকিস্তান বাংলাদেশকে ফলোঅন করাবে, এমনটাই ধরে নিয়েছিলেন সবাই। স্বাগতিক বাংলাদেশ শিবিরেও শুক্রবার হয়তোবা তেমন প্রস্তুতিই চলছিল। কিন্তু সবাইকে অবাক করে বাংলাদেশ অলআউট হওয়ার পর এদিন দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে অতিথিরা। কেন? এর উত্তর মিলল ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে।
পাকিস্তানের পক্ষ থেকে এদিন মিডিয়ার সামনে হাজির হয়েছেন দলের সহকারী কোচ মুশতাক আহমেদ। বাংলাদেশকে ফলোঅন না করানোর বিষয়ে তিনি বলেছেন, ‘আসলে দিনের খেলা শুরুর এক ঘণ্টার মধ্যেই বাংলাদেশকে অলআউট করার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু তারা (বাংলাদেশ) আমাদের প্রধান বোলারদের লম্বা সময় বল করতে বাধ্য করেছে। যে কারণে পুনরায় আমরা বোলিং করতে নামলে বোলাদের ওপর চাপ পড়ত। এ ছাড়া চতুর্থ বা পঞ্চম দিনে উইকেটের চরিত্র পাল্টে যেতে পারে। এ সব কারণেই আসলে বাংলাদেশকে ফলোঅন করানো হয়নি।’
মুশতাক আহমেদ আরও বলেছেন, ‘প্রতিপক্ষকে আমরা সম্মান করি এবং বাংলাদেশ খুব ভাল একটি দল। তাই তাদেরকে পুনরায় অলআউট করতে হলে স্কোরবোর্ডে আমাদের পর্যাপ্ত রান প্রয়োজন ছিল। আসলে এটাই টেস্ট ক্রিকেট। এখানে ৩ দিনেই খেলা শেষ করা চলে না। আর এখানে খেলতে নামলে আপনাকে অবশ্যই পেশাদার হতে হবে, দলের সীমাবদ্ধতার কথা মাথায় রাখতে হবে; বোলাদের সামর্থ্যের কথাও ভাবতে হবে। যেহেতু সামনে আরও দুটি দিন পড়ে রয়েছে এবং খেলাটিকেও আপনার শ্রদ্ধা করতে হবে; তাই এটা (বাংলাদেশকে ফলোঅন না করানো) আমাদের দলীয় সিদ্ধান্ত ছিল এবং এই সিদ্ধান্তে আমাদের অটুট থাকতে হবে।’
যেহেতু ম্যাচের এখনো দু’দিন বাকি রয়েছে এবং আগামী দুদিন বৃষ্টির সম্ভবনাও রয়েছে। সেক্ষেত্রে পাকিস্তান কি ভাবছে? উত্তরে মুশতাক বলেছেন, ‘যেহেতু আবহাওয়ার ওপর কারো হাত নেই, এটা নিয়ে ভেবেও লাভ নেই। ক্রিকেটে আপনি কোন কাজটি ভাল পারেন তা নিয়েই পরিকল্পনা সাজাতে হবে আপনাকে। এই টেস্টে আমরা ভাল অবস্থানে রয়েছি। এরপরও কিন্তু আমাদেরকে ভাল ক্রিকেট খেলতে হবে, ভাল বোলিং করতে হবে, ভাল ক্যাচ ধরতে হবে, ভাল ফিল্ডিং করতে হবে; সর্বোপরি আমাদেরকে অবশ্যই পেশাদার মনোভাব নিয়ে খেলতে হবে। যদি এর সবগুলোই ঠিকঠাক করতে পারি, আশা রাখি আমরা এই ম্যাচে জয় পাব।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend