সাকিব-ওয়াহাবের জরিমানা

Shakib-Wahabখেলোয়াড়দের আচরণ বিধি ভাঙার দায়ে জরিমানা করা হয়েছে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও পাকিস্তানের তারকা পেসার ওয়াহাব রিয়াজকে। খুলনা টেস্টের পঞ্চম ও শেষ দিনে (শনিবার) একে অন্যের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পরেছিলেন এই দুই ক্রিকেটার। এরই রেশ ধরে দু’জনকে নিজ নিজ ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে। রবিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার ড্র’য়ে সমাপ্ত হয়েছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। এ দিন বাংলাদেশের ব্যাটিং চলাকালে এক পর্যায়ে (১১৮তম ওভারে) তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন সাকিব ও ওয়াহাব। একে অন্যের দিকে আঙুল তুলে তর্ক করতেও দেখা গেছে তাদের। যা ক্রিকেটীয় সৌন্দর্য্যের সঙ্গে বেমানান বিষয়। এমন আচরণ করে আইসিসির তৈরি করা খেলোয়াড়দের আচরণ বিধির আর্টিকেল ২.১.৮(ক) লঙ্ঘন করেছেন সাকিব ও ওয়াহাব, এমনটাই রায় দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো।
সাকিব ও ওয়াহাব দু’জন নিজেদেরে দোষ স্বীকার করায় এই বিষয়ে পরবর্তীতে আর কোনো শুনানির প্রয়োজন পড়ছে না।
এদিকে, জেফ ক্রো তার বিবৃতিতে বলেছেন, ‘দুজন সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশা করিনি আমরা। ক্রিকেটে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটারদের মনে রাখা উচিত যে তাদেরকে লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করে তাই তাদের আবেগ নিয়ন্ত্রণের পাশাপাশি একে অন্যকে সম্মান করা উচিত।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend