ইসির কাছে নিরাপত্তা চেয়েছেন তাবিথ

tabithঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল নির্বাচন কমিশনের (ইসি) কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন। উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলমের কাছে সোমবার দুপুরে নিরাপত্তা চেয়ে আবেদনটি করা হয়।

আবেদনের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের কাছে পাঠানো হয়েছে।

তাবিথ তার আবেদনে উল্লেখ করেন, ‘বর্তমান সহিংস পরিস্থিতিতে আমি নিজেকে অনিরাপদ বোধ করছি। সশস্ত্র নিরাপত্তা ছাড়া আমি অনিরাপদ। ব্যক্তিগত নিরাপত্তায় ২৯ এপ্রিল পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’

চিঠিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর হামলা, আদর্শ ঢাকা আন্দোলন সমর্থিত কয়েক কাউন্সিলরকে হুমকি, প্রচারণাকালে বিএনপি সমর্থকদের ভয়-ভীতি প্রদর্শনের কথা উল্লেখ করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend