‘যত সাড়া পাচ্ছি, ততই হামলা বাড়ছে’

Tareq-Tabith1নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই অভিযোগ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ‘প্রচারণায় আমরা যত বেশি সাড়া পাচ্ছি, ততই আমাদের প্রার্থী, কর্মী, ভোটার ও সমর্থকদের ওপর হামলা বাড়ছে।’
রাজধানীর মহাখালী পাবলিক হেলথ হাসপাতাল গেটের সামনে শুক্রবার সকালে গণসংযোগের সময় সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
তাবিথ বলেন, ‘আমাদের ওপর হামলা, হুমকি, হয়রানি বেড়েই চলেছে। খালেদা জিয়ার ওপর ধারাবাহিক হামলা হয়েছে। তারা মূলত গণতন্ত্রকেই হুমকি দিচ্ছে।’
সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে মেয়র প্রার্থী বলেন, ‘সেনাবাহিনী মোতায়েন নিয়ে প্রার্থী ও ভোটারদের যে আশঙ্কা ছিল, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তারই প্রতিফলন ঘটেছে। ভীতিমুক্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিচারিক ক্ষমতাসহ ভোটের মাঠে সেনাবাহিনীর প্রয়োজন। প্রার্থী ও ভোটাররা এটিই প্রত্যাশা করেন।’
তাবিথ আউয়াল বলেন, ‘নির্বাচনের পরিবেশ নেই। তবুও জনগণের স্বার্থ রক্ষায় নির্বাচন করছি। গণতন্ত্র, ভোটাধিকার ও জনস্বার্থ রক্ষায় লড়ে যাব। ২৮ এপ্রিল আমাদের বিজয় হবেই ইনশাআল্লাহ।’
সকাল সাড়ে ১০টায় ২০ নম্বর ওয়ার্ডের মহাখালী গণস্বাস্থ্য ইনস্টিটিউট থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ‘বাস’ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালান তাবিথ।
তিনি আইপিএস মার্কেট, আইডি হাসপাতাল, আইডিএস সাততলা বস্তি, দক্ষিণপাড়া, রসুলবাগ, ৩৩ নম্বর ওয়ার্ডের বছিলা, বাঁশবাড়ি, মোহাম্মাদিয়া হাউজিং, জাপান গার্ডেন সিটি এবং ৩১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর টাউন হল মার্কেট এলাকায় প্রচারণা চালান।
এ সময় তাবিথ আওয়ালের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবুল ও সিনিয়র যুগ্ম সম্পাদক আমীরুজ্জামান খান শিমুল প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend