বিধি ভেঙে বায়তুল মোকাররমে ভোট চাইলেন সাঈদ

Sayeed_Khokon1নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মুসল্লীদের কাছে ভোট চাইলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে ভোট চেয়ে মুসুল্লীদের উদ্দেশে তিনি বক্তব্য রাখেন। সাঈদ খোকন বলেন, ‘আমি সুখে-দুঃখে আপনাদের পাশে থাকব। বায়তুল মোকাররম মসজিদের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। মেয়র হলে মসজিদের উন্নয়নে যা যা করা দরকার, তাই করব।’
তিনি আরও বলেন, ‘আমার পিতা এ মসজিদে নামাজ পড়েছেন। তার জানাজার নামাজও এ মসজিদে হয়েছে। আমার নানা ঢাকার শেষ ‘সরদার’ মাজেদ সরদারও এ মসজিদে নামাজ পড়েছেন। আমি নির্বাচিত হলে এ মসজিদের উন্নয়নে যা যা করা দরকার সব করব।’
মোনাজাতের সময় বায়তুল মোকাররম মসজিদের ইমামও সাঈদ খোকনের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
সিটি করপোরেশন নির্বাচনের ১২ ধারায় ‘ধর্মীয় উপাসনালয়ে প্রচারণা সংক্রান্ত বাধা-নিষেধ’ বিধিতে বলা আছে, ‘কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ব্যক্তি মসজিদ, মন্দির, গির্জা বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয়ে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।’
সাঈদ খোকনের সঙ্গে এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ উপস্থিত ছিলেন।
ধর্মীয় উপাসনালয়ে সাঈদ খোকনের ভোট প্রার্থনার বিষয়ে ঢাকা দক্ষিণের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ বলেন, ‘আপনাদের কাছ থেকে তার বিরুদ্ধে এমন অভিযোগ জানতে পেরেছি। আমরা খবর নিচ্ছি। বিষয়টি দেখা হবে।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend