নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন নেই : খোকন

said khokonনির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে দাবি করে সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।
নিউমার্কেট ও লালবাগ এলাকার ২২ ও ২৩ নং ওয়ার্ডে মঙ্গলবার দুপুরে গণসংযোগকালে সাংবাদিকদের এ কথা বলেন সাঈদ খোকন।
তিনি বলেন, ‘যেহেতু এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু। এখন পর্যন্ত কোনো প্রার্থী বাধার সন্মুখীন হয় নাই। কারও মাথা ফাটেনি। কোনো মামলা হয়নি। তাই সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি কমিশনের এখতিয়ার। প্রার্থী হিসেবে আমি বলব সেনাবাহিনী মোতায়েনের এখন পর্যন্ত প্রয়োজন নেই।’
এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকে খালেদা জিয়া আর ক্ষুদ্ধ ব্যক্তিদের বিষয় বলেও মন্তব্য করেন সাঈদ খোকন।
তিনি বলেন, ‘খালেদা জিয়ার হাত রক্তে রঞ্জিত। তার উপর কেউ ক্ষুব্ধ হয়ে হামলা করলে, সেটা হামলাকারী আর খালেদা জিয়ার বিষয়। ’
সাঈদ খোকন লালবাগ ও নিউমার্কেট এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আমার বাবা ঢাকার প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। তিনি আমৃত্যু মানুষের সেবা করেছেন। আমাকে একবার সুযোগ দিন। আমিও বাবার মতো আমার জীবন উৎসর্গ করব।’
সাঈদ খোকন বলেন, ‘ইলিশ মাছ মার্কায় ভোট দিন। আমাকে একবার মেয়র নির্বাচিত করুন। আমি নগরের পিতা নয়, আপনাদের সন্তান ও সেবক হিসেবে কাজ করব। ’
এ সময় সাঈদ খোকনের সঙ্গে ছিলেন লালবাগ এলাকার আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend