সাতক্ষীরায় ছাদধসে নিহত ৩, আহত শতাধিক

satkhira_5 (1)সাতক্ষীর ভোমরাস্থল বন্দরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে ভবনের ছাদ ধসে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত শতাধিক লোকজন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ভোমরা স্থল বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত দুজনের নাম পরিচয় জানা যায়। এরা হলেন- জেলার দেবহাটা উপজেলার কুলিয়াবেলে ডাঙ্গা গ্রামের সফি সরদারের ছেলে সাদ্দাম হোসেন (২৫) ও সদর উপজেলার ‍পুষ্পকাঠি গ্রামের রমজান আলীর ছেলে মোশারফ হোসেন (২১)।

অপরজনের নাম জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার তৎপরতা চালায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভোমরা স্থল বন্দর কর্মচারী অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক আব্দুল সাত্তার জুয়েল জানান, রাতে ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে অনুষ্ঠানের মঞ্চ তৈরি করা হয়।
জুয়েল জানান, রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে ছাদ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হয় অন্তত শতাধিক লোকজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মুঞ্জুরুল করিমকে। তিনি অনুষ্ঠান স্থলে পৌছার আগেই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জুয়েল।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend