রাজধানীসহ সারাদেশে ৩৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

d04956060cca4fce91149909daae5bd2-BGBরাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষা, মহাসড়ক ও এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য ৩৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১৬ প্লাটুন বিজিবি সদস্য রাজধানীতে মোতায়েন রাখা হয়। শনিবার সকাল থেকে ১৬ প্লাটুন বিজিবি সদস্য এসএসসি পরীক্ষার নিরাপত্তার জন্য এবং ৬ প্লাটুন বিজিবি সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীতে মোতায়েন রয়েছে।
তিনি জানান, ঢাকার বাইরে সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে ৭২ প্লাটুন, মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ৯৯ প্লাটুন এবং এসএসসি পরীক্ষার নিরাপত্তার জন্য ১২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
এ ছাড়া আরও ৫৯ প্লাটুন বিজিবি সদস্য সারাদেশে মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend