মানবতাবিরোধী অপরাধ মামলা, জামালপুরের ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ

jamalpurমুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের আটজনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
ধানমণ্ডিতে সংস্থার কার্যালয়ে মঙ্গলবার সকাল ১১টায় সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান এক সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন।
তিনি জানান, ৯২ পৃষ্ঠার মূল তদন্ত প্রতিবেদনে আটজনের বিরুদ্ধে হত্যা, লাশ গুম, লুটপাট, নির্যাতন ও অপহরণসহ ১০ ধরনের মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযাগ পাওয়া গেছে।
এ মামলায় আসামিদের বিরুদ্ধে ১৯৬ পাতার দালিলিক প্রমাণ উত্থাপন এবং ৪০ জনকে সাক্ষী করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে অপরাধের সময়কাল ১৯৭১ সালের ২২ এপ্রিল থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ধরা হয়েছে।
আব্দুল হান্নান জানান, আসামিরা মুক্তিযুদ্ধের সময় জামালপুরে প্রায় ১০ হাজার মানুষকে হত্যা, ৫০ হাজার বাড়িঘর ধ্বংস করে প্রায় ১২ কোটি টাকার ক্ষতিসাধন করেছে।
ওই ৮ জনের মধ্যে দুজনকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, জামালপুর শহরের নয়াপাড়া এলাকার এ্যাডভোকেট শামছুল হক (৭৫) ও সিহংজানি বালক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ফুলবাড়িয়ার বাসিন্দা এস এম ইউসুফ আলী (৮২)।
এ মামলায় অন্য আসামিরা হলেন মো. আশরাফ হোসেন, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল বারি, হারুন, মো. আবুল কাসেম।
মুক্তিযুদ্ধের সময় জামালপুরে সংঘটিত অপরাধগুলোর সঙ্গে এ আটজনেরই বিশেষ সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend