একি বললেন তসলিমা…

taslima-640তার কাজই যেন বিতর্ক সৃষ্টি করা! সেই বিতর্ক থেকে বাদ যায় না সেক্স, ধর্ম, কবি, লেখক, সাহিত্যিকও । কার সাথে তিনি বিছানায় শুয়ে রাত কাটিয়েছেন এমন বিষয় প্রকাশ্যে বলেছেন বহুবার । তিনি ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এই লেখিকা এবার পশ্চিমবঙ্গের ভাষাকে শুদ্ধ আর বাংলাদেশের ভাষাটাকে পশ্চিমবঙ্গের ভাষা থেকে সৃষ্ট বলে মন্তব্য করলেন।

এনিয়ে সোমবার দুপুরে তসলিমা নাসরিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি বলেন –
ঢাকা আর কলকাতার প্রকাশকদের মধ্যে একটা পার্থক্য আমি দেখেছি, তা হলো, ঢাকার প্রকাশকরা আমার শুদ্ধ বানান অশুদ্ধ করে ছাপায় আর কলকাতার প্রকাশকরা আমার অশুদ্ধ বানান শুদ্ধ করে ছাপায়।

এতকাল আমি বলেছি বাংলাদেশ আর পশিমবঙ্গের ভাষা বাংলা, এক এবং অভিন্ন। ইদানীং মনে হচ্ছে আলাদা. পশ্চিমবঙ্গের ভাষাটা বাংলা আর বাংলাদেশের ভাষাটা বাংলার অপভ্রংশ, ডায়লেকট। বাংলাদেশের ভাষার নাম বাংলা না বলে বাংলাদেশি বলাই ভালো।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend