কোয়ার্টারের আঙিনায় থেমে গেল বাংলাদেশ

bd-cricket_thereport24-1ক্যানবেরায় শুর হয়েছিল যাত্রা, বৃহস্পতিবার মেলবোর্নের মাঠে সেই যাত্রায় ফুলস্টপ পড়েছে; বিশ্বকাপ ক্রিকেটের মিশন শেষ হয়ে গেছে বাংলাদেশের। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে বাংলাদেশকে ৩০৩ রানের টার্গেট দিয়েছিল ভারত। জবাবে ৪৫ ওভারে ১৯৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস।১০৯ রানের জয় নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে ধোনিরা। আর সফল বিশ্বকাপ মিশন শেষ করে মাশরাফিদের ধরতে হচ্ছে দেশের পথ।
সকালে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে আগে ব্যাট করে রোহিত শর্মার সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ৩০২ করেছে তারা। ভারতের দেওয়া টার্গেটে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। দলীয় ৩৩ রানে পর পর ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ভারতীয় পেসার উমেশ যাদবের কট বিহাইন্ড হয়ে আউট হয়েছেন ওপেনার তামিম ইকবাল। পরের বলেই রান আউট হয়েছেন ইমরুল কায়েস।
বাংলাদেশকে ভারতের দ্বিতীয় উইকেট উপহার দিয়েছেন পেসার রুবেল হোসেন। ভারতের বিরাট কোহলিকে মুশফিকের ক্যাচ বানিয়েছেন তিনি। দলীয় ৭৯ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে ভারত।
এর আগে ভারতের উদ্বোধনী জুটিতে ভাঙ্গন ধরিয়েছে বাংলাদেশ। ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয় বলে বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দিয়েছেন সাকিব আল হাসান। ভারতীয় ওপেনার শেখর ধাওয়ানকে স্ট্যাম্পিং আউটের ফাঁদে ফেলেছেন তিনি।দলীয় ৭৫ রানে প্রথম উইকেট হারিয়েছে ভারত।
বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়েছে।
ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। গত ম্যাচের বাংলাদেশ দল থেকে দলে একটি মাত্র পরিবর্তন এসেছে। তাইজুল ইসলামের পরিবর্তে ফিরেছেন গত ম্যাচে বিশ্রাম নেওয়া দলের অধিনায়ক মাশরাফি।
উল্লেখ্য, বৃহস্পতিবার মহন্দ্রে সিং ধোনির ভারতের বিপক্ষে মেলবোর্নের ম্যাচটি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে ৩০০তম ওয়ানডে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend