সালাহউদ্দিন এখনও আত্মগোপনে রয়েছেন : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Kamal_sm1_949531819স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আগেও পুলিশ খুঁজছিল, এখনও খুঁজছে। তিনি আগেও আত্মগোপনে ছিলেন, এখনও আত্মগোপনে রয়েছেন।’
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘উনি (সালাহউদ্দিন আহমেদ) আত্মগোপনে থেকে বিভিন্ন সময় তালেবানী পদ্ধতিতে সংবাদ মাধ্যমে বার্তা পাঠাতেন। আমরা আগেও তাকে খুঁজছিলাম, এখনও গোয়েন্দা পুলিশ তাকে খুঁজছে।’
অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘নূর হোসেনসহ যেসব চিহ্নিত সন্ত্রাসী ভারতে অবস্থান করছেন তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।’
বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু খুনী মোসলেম উদ্দিনসহ পলাতক কয়েকজনের অবস্থান শনাক্ত করা হয়েছে। তাদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে।’
নূর হোসেনসহ যেসব চিহ্নিত সন্ত্রাসী ভারতে অবস্থান করছেন, তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বঙ্গবন্ধুর মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কৃষির উপর বিশেষভাবে জোর দিয়েছেন। এর ফলশ্রুতিতে বিদেশেও আমরা খাদ্যদ্রব্য রফতানি করতে পারছি।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি এ এম এম সালেহ, মহাসচিব মোহাম্মদ মোবারক আলী, ঢাকা মেট্রোপলিটন শাখার সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend