‘খালেদার সংবাদ সম্মেলন সহিংসতা উসকে দিয়েছে’

suronjitবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলন সহিংসতাকে উসকে দিয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সোমবার দুপুরে ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
তিনি বলেন, ‘এতদিন পর বেগম সাহেব সংবাদ সম্মেলনে আসলেন। মানুষ মনে করেছিল সংবাদ সম্মেলনে এই সংঘর্ষ-সংঘাতের রাজনীতি পরিহারের কথা থাকবে। কিন্তু আমার মনে হল উনি যেন এই সংঘাতের রাজনীতিকে আরও উসকে দিলেন।’
সাবেক এ মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতারা ছিলেন না। ব্যারিস্টার মওদুদ আহমদ এত বড় নেতা। উনার পরিচয় লিখতে গেলে এক পাতা শেষ হয়ে যায়। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যিনি নেত্রী ডাকলেও আছেন, না ডাকলেও আছেন। উনিও উপস্থিত ছিলেন না।’
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে না পাওয়া রাজনীতির জন্য অশুভ লক্ষণ হিসেবে অভিহিত করেন সুরঞ্জিত।
তিনি বলেন, ‘রাজনীতি হবে প্রকাশ্যে। জনগণের জন্য জনগণকে নিয়েই হবে রাজনীতি। অন্তরালের রাজনীতি না হওয়াই ভাল। অন্তরালের রাজনীতি অন্তর্ধানে পরিণত হয়েছে। এটা অন্তর্ঘাতে পরিণত হওয়াটা হবে আরও বেশী দুঃখজনক। এ ধরনের নাটকীয়তা রাজনীতির জন্য অশুভ লক্ষণ।’
সুরঞ্জিত বলেন, ‘বেগম জিয়ার অফিস আছে, লোক আছে। সেখান থেকে খবর পাঠালে কী হতো? অন্তরালে রাজনীতি এখন অন্তর্ধানে পরিণত হল না? আমাদের রাজনীতি কোন অজানা পথে চলছে আমরা জানি না।’
সর্বমহলের প্রচেষ্টায় সালাহ উদ্দিনকে খুঁজতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করি আমরা সালাহ উদ্দিন আহমেদ সম্পর্কে একটা ভাল খবর পাব।’
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বাংলাদেশ বাংলাদেশেই থাকবে। বাঙালী বাঙালীই থাকবে। এ দেশকে মধ্যপ্রাচ্য বানানো যাবে না। এ দেশের শ্যামল মানুষকে উগ্র জঙ্গিবাদী বানানো যাবে না। গণতন্ত্রই আমাদের ঐতিহ্য। গণতন্ত্রই আমাদের রাজনীতি।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend