ইমোজি কীবোর্ড বর্ণমালার ব্যবহার ভুলিয়ে দিবে?

kক্যালিফোর্নিয়ার আর্ট ও প্রযুক্তি সমন্বিত দল ডিস্ক ক্যাকটাস, নতুন এক কীবোর্ড উদ্ভাবন করেছে। কীবোর্ডটি আসলে একটি কীবোর্ড কাভার যেখানে ইমোজি টাইপের জন্য একটি সফটওয়্যার দেয়া হয়েছে।

সিলিকন কাভারের ইমোজি স্ক্রিন প্রিন্ট কীবোর্ডের কী’র উপরে লাগানো হবে এবং এটি আমাদের কাস্টোম কীবোর্ড লেআউট সফটওয়্যারের সাথে সংযুক্ত করা হয়েছে। তাই চাইলেই ব্যবহারকারী যেকোনো ইমোজি টাইপ করতে পারবে পাশাপাশি এটি ধুলা-বালি এবং তরল পদার্থ থেকে কীবোর্ডকে রক্ষা করবে। এই কীবোর্ড ম্যাক ওএস এক্স এ চলবে। আর ক্যাপসলক প্রেস করে আবার নরমাল কীবোর্ডে টাইপ করা যাবে।

কিকস্টার্টার, আগামী ৯ এপ্রিল এই কীবোর্ডটি নিয়ে আসবে।keyboard

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend