সালাহউদ্দিনকে খুঁজে বের করতে হাইকোর্টের রুল

bnp_salauddinবিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমদকে খুঁজে বের করে রবিবার হাইকোর্টে কেন হাজির করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সালাহউদ্দিনের পক্ষে করা আবেদনের প্রাথমিক শুনানী শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন।
আদালতে সালাহউদ্দিনের পক্ষে শুনানী করেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানী করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।Court 93484 INNER
এর আগে বৃহস্পতিবার সকালে সালাহউদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি ফৌজদারি আবেদন করেন তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ।
বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা সালাহউদ্দিন আহমদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উঠিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করে আসছেন তার পরিবারের সদস্যরা।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কেউ সালাহউদ্দিন আহমদকে আটকের কথা স্বীকার করেনি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend