সাঙ্গাকারার টানা ৪ সেঞ্চুরির রেকর্ড

kumar-sangakkara-v-scotlandওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো টানা ৪ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। বুধবার বিশ্বকাপের গ্রুপপর্বের খেলায় স্কটল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে রেকর্ড খাতায় নিজের নাম যুক্ত করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার হোবার্টে স্কটিশদের বিপক্ষে দারুণ খেলেছেন সাঙ্কাকারা। ডাবির বলে আউট হওয়ার আগে ১২৪ রান করেছেন তিনি। এই সেঞ্চুরির মাধ্যমে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টানা ৪ সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন তিনি।
এর আগে বাংলাদেশের বিপক্ষে ১০৫ রান, ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৭৭ রান ও বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন ১০৪ রানের দারুণ একটি ইনিংস।
ওয়ানডেতে ৩টি করে সেঞ্চুরি রয়েছে যথাক্রমে জহির আব্বাস, সাঈদ আনোয়ার, হার্সেল গিবস, এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক ও রস টেলরের।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend