বহুতল ভবনে সিসি ক্যামেরা বসানোর অনুরোধ

home-ministeসার্বিক নিরাপত্তার লক্ষ্যে রাজধানীর বহুতল ভবনগুলোয় ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি) বসাতে মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।
সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ সব কথা বলেন। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ‘বিভিন্ন এলাকায় বহুতল ভবন থেকে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে মারে বলে অভিযোগ উঠেছে। পরবর্তী সময়ে কোনো ভবন থেকে ককটেল ছুড়ে মারার অভিযোগ পাওয়া গেলে তার দায় সংশ্লিষ্ট মালিককে নিতে হবে। কারণ ওই মালিক জানেন তার ভবনে কে থাকেন বা কারা কী কর্মকাণ্ড পরিচালনা করেন।’
আসাদুজ্জামান খান বলেন, ‘আমি বহুতল ভবনের মালিকদের অনুরোধ করছি, আপনারা আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে ভবনগুলোয় সিসি ক্যামেরা বসান। যাতে নাশকতাকারীদের শনাক্ত করা সম্ভব হয়।’
স্বাধীনতা দিবসের প্রস্তুতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘অন্যান্য বছরের মতো এবারও সুষ্ঠুভাবে স্বাধীনতা দিবস উদযাপিত হবে। এ উপলক্ষে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। এ ছাড়া নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীসহ গোয়েন্দা সদস্যরা প্রস্তুত রয়েছেন।’
সচিবালয়ের বৈঠকে পুলিশ প্রধান একেএম শহিদুল হক, বিভিন্ন বাহিনীর প্রতিনিধি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend