রুবেলকে কটাক্ষ করে জিনিউজের সংবাদ প্রকাশ

jinewsবরাবরের মত রুবেলকে নিয়ে নানা রকম মিথ্যাচার এবং কটাক্ষ করছে ভারতীয় গণমাধ্যম জিনিউজ। রুবেল-হ্যাপি নিয়ে যখন বিতর্কে তুঙ্গে ছিল তখন নানারকম মিথ্যা তথ্য দিয়েছে তারা।

কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মাঠে নামে বাংলাদেশ এবং ইংল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১৫ রানের জয়কে যেন একটু আড়চোখেই দেখছে ভারতীয় গণমাধ্যম। কারণ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে ভারত।

জিনিউজ তাদের সংবাদে দাবি করেছে রুবেল জেল খেটেছে। কিন্তু রুবেল হাজতে ছিল এবং হাইকোর্ট তাকে বিশ্বকাপ খেলার অনুমতি দিয়েছে।

জিনিউজ তাদের সংবাদে লিখেছে, ম্যাচের নায়ক বিশ্বকাপে প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসাবে শতরানকারী মহমদুল্লা (১০৩) ও অভিনেত্রীকে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত হয়ে জেল খাটা বিতর্কিত পেসার রুবেল হোসেন (৪/৫৩)।

প্রসঙ্গত, এই রুবেল জামিনে ছাড়া পেয়ে বিশ্বকাপে খেলছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend