বাংলাদেশ না ইংল্যান্ড

Point-Tableবিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরে কোয়ার্টার ফাইনালের ৫টি দল নিশ্চিত হয়ে গেছে। বাকি রয়েছে আর ৩টি দলের নাম জানা। এর মধ্যে ‘এ’ গ্রুপের ৩টি দল নিশ্চিত, দুই আয়োজক দেশ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন ও গত আসরের রানার্স আপ শ্রীলঙ্কা। এই গ্রুপ থেকে কোয়ার্টারের বাকি একটি দল কোনটি হবে সেই লড়াইয়ে শামিল বাংলাদেশ ও ইংল্যান্ড। সোমবার সিডনিতে মুখোমুখি হচ্ছে এই দুই দেশ। এ ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র পেয়ে যাবে বাংলাদেশ। বিদায় নিতে হবে ইংল্যান্ডকে। আর ইংল্যান্ড জিতে গেলে কোয়ার্টার ফাইনালের পথ থেকে এক প্রকার সরে দাঁড়াতে হবে বাংলাদেশকে। কেননা, গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ এখন পর্যন্ত আসরে কোনো ম্যাচ না হারা নিউজিল্যান্ড। তাদের হারানো মাশরাফিদের পক্ষে কঠিন হবে বৈকি!
সোমবার তাই জয়ের অদম্য বাসনা নিয়ে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে।
রবিবার বিশ্বকাপে নিউজিল্যান্ড-আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচশেষে পয়েন্ট টেবিলের চিত্রটা দাঁড়িয়েছেন নিম্নরূপ—

গ্রুপ 

দল ম্যাচ জয় হার ফলশূন্য পয়েন্ট নেটরান
নিউজিল্যান্ড ১০ +৩.০৯০
অস্ট্রেলিয়া +১.৫৯৭
শ্রীলঙ্কা -০.১৫১
বাংলাদেশ +০.১৮২
ইংল্যান্ড -১.২০১
আফগানিস্তান -১.৮৮১
স্কটল্যান্ড -১.৪২৩

গ্রুপ বি

দল ম্যাচ জয় হার ফলশূন্য পয়েন্ট নেটরান
ভারত +২.২৪৬
দক্ষিণ আফ্রিকা +১.৪৬২
পাকিস্তান -০.১৯৪
আয়ারল্যান্ড -০.৮২০
ওয়েস্ট ইন্ডিজ -০.৫১১
জিম্বাবুয়ে -০.৫৯৫
আরব আমিরাত -১.৬৯১
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend