কনক সারওয়ার পাঁচদিনের রিমান্ডে

ETVরাষ্ট্রদ্রোহিতার মামলায় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারওয়ারকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রক্ষিতে ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ বুধবার এ রিমান্ড মঞ্জুর করেন। মামলা সুষ্ঠু তদন্তের জন্য তেজগাঁও থানার পুলিশ দশদিনের রিমান্ড আবেদন করেন।
রাজধানীর শাহবাগ থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কনক সারওয়ারকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেন।
৪ জানুয়ারি গভীর রাতে লন্ডন থেকে তারেক রহমানের বক্তব্য সরাসরি সম্প্রচার করে একুশে টিভি। ইটিভিতে তারেক রহমানের বক্তব্য প্রচার করা, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল; এই অভিযোগেই ৮ জানুয়ারি পেনাল কোডের ১২৪ (এ) ধারায় মামলাটি করেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন। এ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির চেয়ারম্যান আবদুস সালামকে আসামী করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend