শ্রীবরদীতে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

News-03মঙ্গলবার শ্রীবরদীতে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা প্রশাসন সোমেশ্বরী সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিনের সভাপতিত্বে বিজয়ীদের প্রত্যেককে নগদ এক হাজার টাকা এবং  বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, বিভাগীয় কর্মকর্তা ও বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে ২ মার্চ সোমবার সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা শ্রীবরদীতে এম.এন.বি.পি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় তিন ক্যাটাগরীর ৪টি বিষয়ে শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ  করে । ভাষা ও সাহিত্যে তাতিহাটী আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র আরফিন মাহমুদ, এমএনবিপি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী শারমিন শান্তি, ভটপুর আলিম মাদ্রাসার একাদ্বশ শ্রেণীর ছাত্রী ফারজানা পারভিন, বিজ্ঞান বিষয়ে-বানিবাঈদ এ.এ.এম.পি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র নাফিস ইবনে বিলালী, এমএনবিপি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী হীরা আক্তার, সরকারী কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্র জাহিনুর ইসলাম, গণিত ও কম্পিউটার বিষয়ে-ইন্দিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ফেরদৌস হাসান, এপিপিআই’র ১০ম শ্রেণীর ছাত্র ফরহাদ হোসেন, সরকারী কলেজের একাদ্বশ শ্রেনীর ছাত্র মিলন আহম্মেদ, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে-কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ইসরাতুল ইসলাম জিহান, ৯ম শ্রেণীর ছাত্রী তাছলিমা আক্তার তুষ্টি, সরকারী কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্রী তায়্যিবা আফরিন ১ম স্থান অধিকার করে।

পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার এবং সমন্বয়কারী একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন পরীক্ষার সার্বিক তত্বাবধানে প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন- জামালপুর সরকারী জায়েদা শফি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আ.ন.ম মোফাখ্খারুল ইসলাম, ঝিনাইগাতী শফিউদ্দিন আহম্মেদ কলেজের সহকারী অধ্যাপক সুহৃদ জাহাঙ্গীর আলম, শেরপুর উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসীন আলী আকন্দ, ঝিনাইগাতী মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফেজ উদ্দিন দুলাল ও শেরপুর মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend