ফারাবী ১০ দিনের রিমান্ডে

farhabiবিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যার ঘটনায় আটক শাফিউর রহমান ফারাবীকে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম মঙ্গলবার এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ফারাবীকে আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য ডিবি পুলিশের এসআই সুব্রত গোলদার দশ দিনের রিমান্ড আবেদন করেন।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে ফারাবীকে আটক করে র‌্যাব।
গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বইমেলা থেকে ফেরার পথে টিএসসির সামনে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বিজ্ঞান লেখক অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই রাত ১০টা ২০ মিনিটে অভিজিৎ রায় মারা যান। গুরুতর আহত বন্যা চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ঘটনাস্থলের পাশ থেকে রক্তমাখা দুটি চাপাতি ও একটি স্কুলব্যাগ উদ্ধার করে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় পরদিন শাহবাগ থানায় অজ্ঞাতসংখ্যক আসামি করে মামলা করেন তার বাবা শিক্ষাবিদ ড. অজয় রায়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend