ঝিনাইদহে ভূয়া ডাক্তার আটক

Dakterজাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ:
ঝিনাইদহ শহরের একটি ডায়গনোষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভূয়া এমবিবিএস ডিগ্রীধারী ডাক্তারকে আটক করে ৬ মাসের কারাদণ্ড সহ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডিত ভূয়া ডাক্তার ঢাকার মীরপুরের এস এম কে হাসান মাহমুদ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান চালানো হয়।ঝিনাইদহের সিভিল সার্জন ডা. আবদুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুন নাহার পুলিশ সহ জেলা শহরের গ্রীনলাইফ ডায়গনোষ্টিক সেন্টারে অভিযান চালান। এ সময় ভূয়া ডাক্তার এস এম কে হাসান মাহমুদকে আটক করা হয়। আদালত তাকে ৬ মাসের কারাদন্ড সহ ৩০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে আরো এক মাসের দন্ড দেয়া হয় তাকে। দন্ডিত ব্যাক্তি বড় বড় ডিগ্রীধারী ডাক্তার হিসাবে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা থেকে আসেন এবং ওই ডায়গনোষ্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে রুগী দেখে আসছিলেন। গ্রীনলাইফ ডায়গনোষ্টিক সেন্টারের পক্ষ থেকে বিভিন্ন ভাবে তার নামে চটক বিজ্ঞাপন প্রচার করে সাধারন মানুষের সাথে প্রতারনা করে আসছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রশাসনের টনক নড়ে এবং অবশেষে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।এ ব্যাপারে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু জানান, জেলা শহরে বিভিন্ন স্থানে চিকিৎসার নামে প্রতারক চক্র নানা নামে প্রতিষ্ঠান গড়ে তুলেছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ওই সব অবৈধ প্রতিষ্ঠান সহ ভূয়া ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend