অবরোধ চলবে : খালেদা

Khaleda-Ziaপরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ২০ দলীয় জোটের অবরোধ চলবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার সন্ধ্যায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

গত ৫ জানুয়ারি গুলশান কার্যালয়ের ভেতরে গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এবং সাংবাদিকদের সঙ্গে কথা বললেন খালেদা জিয়া।

বিএনপি মানুষ পোড়ার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে খালেদা জিয়া বলেন, অবরোধ চলছে, অবরোধ চলবে।

চলমান সঙ্কট রাজনৈতিকভাবে সমাধানেরও আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ইতোমধ্যে জাতিসংঘসহ বিভিন্ন পর্যায়ে যে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি হয়েছে তার প্রতি আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। দেশের চলমান সঙ্কট নিছক কোনো আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি রাজনৈতিক সঙ্কট। এই রাজনৈতিক সঙ্কট উত্তরণের জন্য আমরা আবারও আহ্বান জানাচ্ছি।’

সরকারকে হিংসা ও নাশকতা, অন্তর্ঘাত ও জুলুমের পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘অত্যাচার, চলমান অভিযান, জনগ্রেফতার বন্ধ করুন। মিথ্যা মামলায় গ্রেফতার করে বন্দীদের মুক্তি দিন।’

বিএনপির অনেক দলীয় কার্যালয় পোড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দলের অনেক সিনিয়র নেতার বাসা, অফিসে গুলি ও বোমা হামলা হয়েছে।’

আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ অস্ত্র, বোমা ও গুলিসহ ধরা পড়লেও তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন খালেদা জিয়া।

গান পাউডার ব্যবহারের সঙ্গে আওয়ামী লীগ জড়িত বলে মন্তব্য করে তিনি বলেন, সহিংসতার জন্য বিএনপি নয়, আওয়ামী লীগের কর্মীরা দায়ী।

সাংবাদিকরা নয়, অবরোধ কর্মসূচি দিতে সরকার বাধ্য করেছে বলে মন্তব্য করেন খালেদা জিয়া।

এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ, নজরুল ইসলাম খান, ড. মঈন খানের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend