‘হামলার সঙ্গে সরকারের লোকজন জড়িত’

পপসাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের উপর হামলায় নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এ প্রতিমন্ত্রীকে দেখতে চান। এ হামলাকে জঘন্য, ন্যাক্কারজনক ও ঘৃণ্যতম উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
নজরুল ইসলাম খান বলেন, গুলশানের ডিপ্লোমেটিক জোনের মতো সুরক্ষিত এলাকায় এ ধরনের হামলা সরকারের ইঙ্গিত ছাড়া হতে পারে না। সবারই সন্দেহ এ হামলার সঙ্গে সরকারের লোকজন জড়িত। রিয়াজ রহমানের মতো নিরীহ ভদ্রলোকের উপর এ ধরনের হামলা প্রমাণ করে দেশে আর কেউ নিরাপদ নয়।
তিনি আরও বলেন, এর আগে সচিবালয়ে বোমা হামলা হয়েছে। বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে। সরকার প্রকৃত দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে পারেনি কিন্তু মিথ্যা মামলায় বিরোধী দলের নেতাকর্মীদের জেল দিয়েছে, নির্যাতন করছে। প্রকৃত দোষীদের বিচার না হওয়ায় সন্ত্রাসীরা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
রিয়াজ রহমানের উপর হামলাকারীরদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবী জানান তিনি।
উল্লেখ্য, নজরুল ইসলাম খানও বেশ কিছুদিন ধরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend