আসছে ৩২০ গিগাবাইট মেমোরি সমৃদ্ধ স্মার্টফোন

V2-Trioবিখ্যাত বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ডের ভিড়ে অসাধারণ ফিচারের স্মার্টফোন আনার ঘোষণা দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে অখ্যাত একটি স্মার্টফোন ব্র্যান্ড সেগাস। সিইএস ২০১৫ ইভেন্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই স্মার্টফোনে থাকছে সর্বমোট ৩২০ গিগাবাইট তথ্যধারণ ক্ষমতা।

স্মার্টফোনটিতে আছে ৬৪ গিগাবাইট ইন্টার্নাল মেমোরি এবং সর্বোচ্চ ১২৮ গিগাবাইট মেমোরি কার্ড ব্যবহার করা যাবে, এমন দুটি কার্ড স্লট। সব মিলিয়ে মোট তথ্যধারণ ক্ষমতা ৩২০ গিগাবাইট।

Saygus V2 মডেলের স্মার্টফোনটিতে আছে ৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ২.৫ গিগাহার্জ কোয়ালকম কোয়াডকোর প্রসেসর এবং ৩ গিগাবাইট র‍্যাম। এছাড়াও থাকছে ২১ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রয়েছে ৩,১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তারবিহীন চার্জ দেওয়ার প্রযুক্তি এবং এনএফসি ফিচার, ৩টি মাইক্রোফোন এবং এটি পানিরোধী। অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের সাথে এই ফোনটির আরও একটি বিশেষ পার্থক্য রয়েছে। আর সেটি হল, এই ফোনে রয়েছে রুট অ্যাক্সেস যা সাধারণত অ্যান্ড্রয়েড ফোনে থাকে না।

আকর্ষণীয় স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৪.৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেমে।

চলতি বছরই এটি পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের বাজারে। মূল্য হতে পারে ৪০০ থেকে ৬০০ মার্কিন ডলার।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend