খালেদার খোঁজ নিলেন বিজেপি প্রেসিডেন্ট

khalda-bjpখালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বলেছেন, ‘অবরুদ্ধ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর পিপার স্প্রের বিষক্রিয়ায় অসুস্থ দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট শ্রীযুক্ত অমিত শাহ।
গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সোহেল বলেন, ‘গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় টেলিফোন করে বিজেপি প্রধান ম্যাডামের (খালেদা জিয়া) খোঁজ-খবর নেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেন।’
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন এই সৌজন্য দেখানোর জন্য ভারতের ক্ষমতাসীন দল বিজেপির শীর্ষনেতাকে ধন্যবাদ জানান।
তিনি আরও জানান, দেশ-বিদেশের আরও অনেক নেতা টেলিফোনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলেও জানান সোহেল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, উপদেষ্টা আব্দুল কাইয়ুম, বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, সহকারী মাহবুব আল আমিন ডিউ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মহিলা নেত্রী বিলকিস জাহান শিরিন, বিলকিস ইসলাম, মির্জা ফারজানা রহমান হোসেনা, আয়েশা সিদ্দিকা মনি, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend