চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বিগ্ন বিজিএমইএ

amin-bgmea.চলমান রাজনৈতিক অস্থিরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রফতানিমুখী তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিজিএমইএ এ হতাশা ও উদ্বেগের কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, জানুয়ারি মাসের প্রথম ৮ দিনের মধ্যে ২ দিন অঘোষিত হরতাল ও ৬ জানুয়ারি থেকে টানা অবরোধ কর্মসূচি চলায় হতাশ হয়ে পড়েছে উদ্যোক্তারা। জাতীয় অর্থনীতি বিশেষ করে পোশাকশিল্পের স্বার্থে রাজনৈতিক কর্মসূচির নামে হরতাল, অবরোধ পরিহার করে বিকল্পপন্থা খুঁজে বের করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানায় তারা।
বিবৃতিতে বিজিএমইএ জানায়, তৈরি পোশাকশিল্প এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। রানা প্লাজা ধসের পর কারখানাগুলো কর্মপরিবেশের উন্নয়নে সংস্কার কাজ করে যাচ্ছে। এতে একটি ইতিবাচক বার্তা ক্রেতাদের কাছে পৌঁছাচ্ছে। ফলশ্রুতিতে বাংলাদেশের রফতানিকারকদের ওপর ক্রেতাদের আস্থা পুনরায় বাড়ছে এবং কারখানাগুলোও বিগত দিনগুলোর তুলনায় বেশী বেশী রফতানি অর্ডার পাওয়া শুরু করেছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা চলতে থাকলে আবারও ক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হবে এবং তারা বাংলাদেশে আসতে নিরুৎসাহিত হবেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend