পুলিশের বাধায় ফিরে গেলেন বি চৌধুরী

B-Chowdhuryবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারলেন না সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে এসে ফিরে যান।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, তিনি সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে গাড়িতে করে কার্যালয়ের সামনে আসেন। এ সময় পুলিশের জলকামানের সামনে এসে তার গাড়ি থামে। এ সময় পুলিশের কয়েকজন সদস্য এগিয়ে এলে তাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আমি এক মিনিট সময় দেব। এর মধ্যে গাড়ি (জলকামান) না সরালে আমি গাড়ি ঘুড়িয়ে চলে যাব।’ এরপর তিনি স্থান ত্যাগ করে চল যান।
তখন তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ করে বলেন, ‘আমি এর আগেও (৪ জানুয়ারি) এসেছিলাম। আমি চিকিৎসক হিসেবে দেখা করতে এসেছি। আমি এদেশের সিনিয়র সিটিজেন ও সাবেক প্রেসিডেন্ট। বেঈজ্জতির একটা সীমা আছে। এটা কোন ধরনের অসভ্যতা। এটা আমার জন্য অসম্মানজনক। আগেই জানত আমি এখানে আসব। তারপরও কেন ব্যবস্থা নেওয়া হল না?’ এমন প্রশ্ন করেন তিনি। এ সময় তিনি পুলিশের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেন-‘কাম অন’।

কিন্তু তার ডাকে কোনো পুলিশ সদস্যই এগিয়ে আসেননি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend