ডিপ্লোমা মেডিকেল অফিসারদের দ্বিতীয় শ্রেণী করার আশ্বাস

10_Mohammad-Nasim_100314_0007ডিপ্লোমা মেডিকেল অফিসাররা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হচ্ছেন বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে আগামী তিন মাসের মধ্যে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা করা হবে।’
রাজধানীর লালমাটিয়া স্কুল এ্যান্ড কলেজ হাউজিং সোসাইটি মাঠে শনিবার বিকেলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন সমাবেশটির আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি কথা দিয়েছি, কথা রাখব। আপনারা আমাকে কথা দিয়েছেন মানুষের সেবা করবেন আপনাদের রাখতে হবে। স্বাস্থ্যখাতে যারা কাজ করে তাদের দায়িত্ব হচ্ছে মানুষের সেবা করা।’
নাসিম আরও বলেন, ‘যারা রাজনীতি করে তাদের দায়িত্ব মানুষের সেবা করা। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মানুষের সেবা করতে পারছি। গরীব মানুষের সেবা দেওয়ার দায়িত্ব রাষ্ট্র-সরকারের।’
তিনি বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনের আগে অনেক চক্রান্ত হয়েছে। শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে সব চক্রান্ত ব্যর্থ করে নির্বাচন করেছেন।’
সংগঠনের সভাপতি ডা. শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক, পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক নূর হোসেন তালুকদার প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend