সোমবার সারা দেশে ২০ দলের সকাল-সন্ধ্যা হরতাল

image_168191.hortal4 copyসোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। বিশদলীয় জোটের পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের এ ঘোষণা দেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আজ শনিবার সন্ধ্যায় বিশদলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
মির্জা ফখরুল জানান, গাজীপুরে বিএনপির সমাবেশে বাধা দিতে সেখানে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। আজ সেখানে হরতাল চলছে। এ ছাড়া সারা দেশে বিশদলীয় জোটের বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদের হরতালের ঘোষণা দেওয়া হলো।
ফখরুল আরো বলেন, ২০ দলীয় জোটের শীর্ষনেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুস সালাম পিন্টু, লুৎফুজ্জামান বাবারসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে শান্তিপূর্ণ এ কর্মসূচি ঘোষণা দিতে আমরা বাধ্য হয়েছি। তবে সাংবাদিক, অ্যাম্বুল্যান্স, ওষুধের দোকান, ফায়ার সার্ভিসের গাড়িসহ জরুরি সেবাপ্রদানকারী সংস্থার গাড়ি হরতালের আওতামু্ক্ত থাকবে বলেও জানান তিনি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend