লুমিয়া ৫৩৫ এ ত্রুটি থাকার কথা স্বীকার করেছে মাইক্রোসফট

Lumia-535-hero1-jpgসম্প্রতি বাজারে আসা মাইক্রোসফট ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন লুমিয়া ৫৩৫ এর টাচস্ক্রিনে সমস্যা থাকার কথা স্বীকার করেছে মাইক্রোসফট। সমস্যাটি দূর করতে শীঘ্রই সফটওয়্যার আপডেট রিলিজ করার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

স্মার্টফোনটি বাজারে আসার পর থেকে বিভিন্ন ওয়েবসাইট এবং ফোরামে ব্যবহারকারীরা ফোনটির টাচস্ক্রিন সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরতে থাকেন। আর এরই পরিপ্রেক্ষিতে এই কথা জানিয়েছে মাইক্রোসফট।

স্মার্টফোনটির টাচস্ক্রিনে মাল্টিটাচ সমস্যার পাশাপাশি এক অপশনে ট্যাপ করলে নির্বাচিত হয়ে যায় অন্য অপশন। কিছু কিছু ব্যবহারকারী জানিয়েছেন, ফোনের স্ক্রিন ম্যাগনিফায়ার সুবিধা বন্ধ করে রাখলে এই সমস্যা থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া সম্ভব।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend