দেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই : এরশাদ

528e1c3f9bf30-ershadদেশে এখন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেছেন, ‘দেশে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। গতকাল তিনটি মেয়ে মারা গেল। আজ মাগুরায় মারা গেল। প্রতিদিনই এখন শোক দিবস। দেশে এখন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই।’
এরশাদের বনানী কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে সোমবার দুপুরে তিনি এ সব কথা বলেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘এখন মৃত্যু আমাদের নাড়া দেয় না। মানুষের প্রতি মানুষের প্রেম-ভালবাসা নেই। দয়া নেই। এখন শিক্ষকরাও মারা যাচ্ছে। অবস্থার প্রতিদিন অবনতি হচ্ছে।’
এরশাদ বলেন, ‘হে আল্লাহ! আপনি আমাকে জীবনের শেষ সময়ে একবার দেশ পরিচালনার সুযোগ দিন। আমি দেশে শান্তি দিব। স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিব।’
এরশাদ নূর হোসেনের মৃত্যু প্রসঙ্গে বলেন, ‘এখন নূর হোসেনকে নিয়ে কত কথা হয়। অথচ নূর হোসেনের জায়গায় একটা স্মৃতিসৌধও কেউ তৈরী করেনি। রাস্তায় সবাই ফুল দেয়। এই জিরো পয়েন্ট তো আমার তৈরী। আমার তৈরী জায়গায় সবাই ফুল দেয়।’
এরশাদ বলেন, ‘এখন তো প্রতিদিনই এই ঘটনা ঘটছে। এখন প্রতিদিনই শোক দিবস। প্রতিদিনই নূর হোসেন দিবস।’
এরশাদ দুঃখ করে বলেন, ‘আমি কী কাপড় পরি, এটা নিয়ে সমালোচনা হয়। আমি কবিতা লিখি, এটা নিয়ে সমালোচনা হয়। আমি কি কবিতা লিখতে পারব না? আগে প্রতিদিন রাতে ডায়েরি লিখতাম। বউকে চিঠি লিখতাম। কত ব্যথা মনে। এখন মানুষের প্রতি মানুষের ভালবাসা নেই। আমি মানুষকে ভালবেসে রাজনীতি করি।’
জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়শল চিশতীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এম এ হান্নান এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম-মহাসচিব বাহাউদ্দিন বাবুল, নুরুল ইসলাম নুরু প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend