পারিবারিক কলহের জের ধরে ভাংচুর ও লুটপাট, মামলা, গ্রেফতার-১

Bhangthor- Mamla.06-12-2014রমেশ সরকার: শ্রীবরদী সদর ইউনিয়নের মামদামারী গ্রামে শুক্রবার বিকালে পারিবারিক কলহের জের ধরে বসত ঘর, আসবাব পত্র ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এনিয়ে শ্রীবরদী থানায় একটি মামলা হয়েছে।
মামলা সূত্রে জানাগেছে, মামদামারী গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে ইসমাইল হোসেন ও তার আপন ভাই মোসা মিয়া এবং সবুজ মিয়ার সাথে দীর্ঘদিন যাবত  জমি জমার ওয়ারিশ নিয়ে পারিবারিক কলহ চলে আসছিল। ঘটনার দিন বিকালে একই ঘটনার জের ধরে মোসা মিয়া, তার স্ত্রী নুরেজা বেগম ও ভাই সবুজ মিয়া মিলে ইসমাইল হোসেন ্এবং তার স্ত্রী খোর্শেদা বেগমকে গালি গালাজ ও মারপিট করে। এসময় মোসা মিয়া ও গংরা ইসমাইল হোসেনের বসতঘর, আসবাব পত্র ভাংচুর করে এবং ঘরে প্রবেশ করে। এসময় ঘরে থাকা নগদ টাকা পয়সা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। এনিয়ে ইসমাইল হোসেনের স্ত্রী বাদী হয়ে শনিবার শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ শনিবার বিকালে ঘটনাস্থল থেকে মোসা মিয়াকে গ্রেফতার করে থানায় এনেছে। এব্যাপারে এস আই বশির আহমেদ বাদল বলেন বাদীর অভিযোগের ভিত্তিতে মোসা মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend