নালিতাবাড়ী সংনকমা গাঁওবুড়া পঞ্চায়েত মড়ল মন্ডল সমাবেশ অনুষ্ঠিত

Somabesh-p-1“আদিবাসীদের প্রথাগত আইন প্রতিষ্ঠা করি সরকারিভাবে স্বীকৃতি আদায় করি” এই মুল সুরের উপর ভিত্তি করে শেরপুরের নালিতাবাড়ীর বারমারীতে ২৪ নভেম্বর সোমবার সংনকমা, গাঁওবুড়া, পঞ্চায়েত, মড়ল ও মন্ডল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।কারিতাস আইসিডিপি’র সহযোগিতায় বারমারী ও নালিতাবাড়ী আদিবাসী ক্লাষ্টার উন্নয়ন ফোরাম যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। মি. মনিন্দ্র চন্দ্র বর্মনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মোল্লা এই অনুষ্ঠানের উদ্ভোধন করেন।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাইভাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা, পালপুরোহিত রেভারেন্ট ফাদার মনিন্দ্র এম চিরান, সিডিও বিপুল জাম্বিল প্রমুখ। অনুষ্ঠানে গারো, হাজং, কোচ, ডালু, বর্মন ও ক্ষত্রীয় সম্প্রদায়ের ৩৫ জন সমাজপতি ও ৫ শতাধিক আদিবাসী নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend