শাবিপ্রবিতে ছাত্রলীগের সংঘর্ষে আরও দুটি মামলা

Sylhet_0সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় শনিবার আরো দুটি মামলা দায়ের করা হয়েছে। জালালাবাদ থানায় এ মামলা দুটির একটি করা হয়েছে নিহত সুমন চন্দ্র দাসের পরিবারের পক্ষ থেকে ও অপরটি করেছে শাবিপ্রবি প্রশাসন।

এর আগে গতকাল শুক্রবার ছাত্রলীগের ২৫০ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করেন জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক।

এ ছাড়া অস্ত্রসহ আটক ৫ জনের বিরুদ্ধে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে অস্ত্র আইনে একটি মামলা করা হয়।

শাবিপ্রবির সংঘর্ষের ওই ঘটনায় এ নিয়ে চারটি মামলা দায়ের করা হলো।

শনিবার নিহত সুমনের পরিবারের পক্ষ থেকে মামলাটি করেন তার মা প্রতীমা দাস। ওই মামলায় অজ্ঞাতনামা ১২০ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে শাবিপ্রবি প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা মামলাটিতে অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে। শাবিপ্রবির রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শনিবার বিকেল সাড়ে ৪টার মামলা দুটি রেকর্ড করে জালালাবাদ থানা পুলিশ।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ১০টায় শাবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র সুমন নিহত হন। ওই ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়। তার পরদিন তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend