বিমানের ডিজিএমসহ পাঁচজনকে ৪ দিনের রিমান্ডে

bimanস্বর্ণ চোরাচালানের অভিযোগে বিমান বাংলাদেশের উপ-মহাব্যবস্থাপকসহ (ডিজিএম) গ্রেফতারকৃত পাঁচজনকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

রিমান্ডকৃতরা হলেন— বিমানের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ফ্লাইট সার্ভিস) মো. এমদাদ হোসেন, প্ল্যানিং এ্যান্ড সিডিউলিংয়ের প্রধান ক্যাপ্টেন আবু মো. আসলাম শহীদ, সিডিউলিং ম্যানেজার মো. তোজাম্মেল হোসেন, বিমানের ঠিকাদার মাহমুদুল হক পলাশ ও ফারহান মানি একচেঞ্জের মালিক মো. হারুন অর রশীদ।

বুধবার তাদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি উত্তরের এএসপি মীনহাজুল ইসলাম। ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

বিমানবন্দর, উত্তরা ও বসুন্ধরা এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend