ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনা : বাস চালকের আত্মসমর্পণ

index_55802যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ১১ জন নিহত ঘটনায় ঘাতক বাস চালক মিতুল ম-ল আত্মসমর্পণ করেছে। সোমবার সকালে যশোর পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হকের কাছে তিনি আত্মসমর্পণ করেন। চালক মিতুল ম-ল রাজবাড়ী জেলার ইলিশ কোনা গ্রামের বাদশা ম-লের ছেলে।

এ দুর্ঘটনায় বাস চালক মিতুল ম-লের ছোট ভাই ওই বাসের হেলপারও নিহত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টুসহ শ্রমিক নেতৃবৃন্দ।

আত্মসমর্পণের সময় বাস চালক মিতুল ম-ল জানান, দুর্ঘটনার রাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। বৃষ্টির কারণে রাস্তা স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এতে করে বাসের ব্রেক ফেল করে। যে কারণে বাসটি দুর্ঘটনায় কবলিত হয়।

উল্লেখ্য, গত ১ জুলাই সকালে যশোরের ঝিকরগাছায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাস চালক মিতুল ম-লকে আসামি করে একটি মামলা করে। এ মামলায় সোমবার সকালে বাস চালক আত্মসমর্পণ করে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend