চট্টগ্রামে লতিফ সিদ্দিকীর কুশপুতুল দাহ করেছে আওয়ামী লীগ নেতারা

লতিফ সিদ্দিকী_6_0চট্টগ্রামে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর কুশপুতুল পুড়িয়েছে মুক্তিযোদ্ধা কমাণ্ড।

লতিফ সিদ্দিকীর মন্তব্যের প্রতিবাদে শুক্রবার বিকালে নগরীর লালদীঘি ময়দানে চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমাণ্ড বিক্ষোভ সমাবেশ ও তার কুশপুতুল পোড়ানোর কর্মসূচি পালন করে।

সমাবেশ শেষে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা কমাণ্ডের নেতাকর্মীরা লতিফ সিদ্দিকীর কুশপুতুল দাহ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, বর্তমান সরকার অবশ্যই লতিফ সিদ্দিকীকে আইন ও বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। বাংলাদেশের পবিত্র মাটিতে কোনো ধর্মদ্রোহীর স্থান নেই।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, একজন ধর্মপ্রাণ রাষ্ট্রনায়ক হিসেবে পবিত্র তিনি ধর্মীয় ও নৈতিক কর্তব্য পালন করে জাতিকে রক্ষা করেছেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে আ জ ম নাছির বলেন, বাংলাদেশে সব জনগোষ্ঠী ধর্মীয় স্বাধীনতা ও অধিকার ভোগ করে। আমরা প্রত্যেকের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু এদেশে কোনো ধর্মদ্রোহী আশ্রয়-প্রশ্রয় পেতে পারে না।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend