শ্রীবরদীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

Picture-13-10-2014-1024x609“দূর্যোগে মোরা নই দিশাহীন, সঙ্গে আছেন অভিজ্ঞ প্রবীণ” এই স্লোগানকে ধারণ করে সারাদেশের ন্যায় শ্রীবরদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস। গত ১৩ অক্টোবর সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বেন্ড পার্টিসহ এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় উপজেলা পরিষদ আমতলিতে এসে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় উক্ত র‌্যালী পর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এফ.এম মোবারক আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার অরুনা রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, শ্রীবরদী এডিপি ব্যবস্থাপক সেবাস্টিয়ান পিউরিফেকেশন, এডিপি স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা জেমস উজ্জল শিকদার, অর্থনৈতিক প্রকল্প কর্মকর্তা হাফিজুল হক সোহাগ, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা আলা উদ্দিন, নির্বাচন কর্মকর্তা জালাল উদ্দিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend