দ্বিতীয় দিনেও ক্রিকেটারদের ঘাম ঝরানো অনুশীলন

নিজের বৌ-ভাত অনুষ্ঠান শেষে বগুড়া থেকে ঢাকায় ফিরেই ব্যাট-বল নিয়ে অনুশীলনে জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম
নিজের বৌ-ভাত অনুষ্ঠান শেষে বগুড়া থেকে ঢাকায় ফিরেই ব্যাট-বল নিয়ে অনুশীলনে জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম

জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে রোববার থেকে ক্যাম্প শুরু করে বাংলাদেশ জাতীয় দল। রিপোর্টিংয়ের পর জিম ও ফুটবল খেলেন ক্রিকেটাররা।

রোববার বিকেলে অনুশীলন করে সোমবার সকালে মিরপুর স্টেডিয়ামে নেমে পড়েন ক্রিকেটাররা। ফিটনেস ট্রেনিংয়ে দ্বিতীয় দিনেও ঘাম ঝরিয়েছেন সাকিব-মুশফিকরা।

সকাল থেকে দুপুর পর্যন্ত চলে ফিটনেস ট্রেনিং। ইনডোরে রানিং ও হাল্কা স্ট্রেচিং করে সময় কাটান ৩২ ক্রিকেটার। এরপর দুই দলে ভাগ হয়ে চলে গা-গরমের ফুটবল।

মঙ্গলবার ব্যাট-বল নিয়ে অনুশীলন শুরু হবে। ব্যাট-বলের অনুশীলন চলবে দুদিন। এরপর ১৬-১৮ অক্টোবর পর্যন্ত তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা।

তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডের সিরিজ খেলতে জিম্বাবুয়ে দল ঢাকায় পা রাখছে ১৭ অক্টোবর। ২৫ অক্টোবর মিরপুর স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend