শ্রীবরদীর বিয়ে বাড়িতে সংঘর্ষ আহত-২৫

Sreebordi Correspondent 09-10-2014রোম্মান আরা পারভীন রুমী:
শেরপুরের শ্রীবরদীতে বিয়ের আসর থেকে বিয়ে ভেঙ্গে যাওয়াকে কেন্দ্র করে দু’গ্রাম বাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদীর সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নে। আহতরা শ্রীবরদী ও শেরপুর হাসপাতালে ভর্তি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাকিলাকুড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে আলমের(২৫) সাথে পার্শ্ববর্তী সিংগাবরুনা ইউয়নের সিংগাবরুনা গ্রামের নঈম উদ্দিনের মেয়ে নাছিমার সাথে উভয় পরে মতামতের ভিত্তিতে বিয়ে ঠিক হয়। বিয়ের যাবতীয় প্রস্তুতি নেয়া হয় কনের নানার বাড়িতে। দিনন মতো বৃহস্পতিবার সকালে বর আসে। কিন্তু চিরায়িত গ্রামের প্রথা অনুযায়ী গেইটে কনে প সেলামী দাবি করে। এ নিয়ে উভয় পরে মধ্যে বাত বিতন্ডায় বর প বিয়ে না করেই চলে যায়। পরে মেয়ে প থেকে বর কে দেয়া আংটি ফেরত চাওয়া কে কেন্দ্র করে উভয় পরে মধ্যে সংঘর্ষ বাধে। এতে নুর ইসলাম (৫২), মোহাম্মদ আলী (৪২), শাহা আলম (৪০), রেজাউল (৪০), শফিকুল (২২), রাকিব (১৮), রিপন (৪০), বজু (৪০), শাহীন (১৮), রফিকুল (১৮), সোলাইমান (৪২), রাসেল (২৫), হাসেম (৪৫), ওয়াহাব (৩৫) ও সিংগাবরুনার আব্দুল্লাহ (২০) সহ অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতরা বর্তমানে শ্রীবরদী ও শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থীতি নিয়ন্ত্রণে আনে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল হোসেন তরফদার জানান, ঘটনা শুনার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend