গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্যের ডাক ড. কামালের

38981_kamalসংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বর্তমান রাজনীতিকে অসুস্থ ও রুগ্ন আখ্যায়িত করে বলেছেন, দেশকে নিয়ে যে আকাঙ্খা ও স্বপ্ন দেখেছিলাম তা পূরন হয়নি। একজন উদ্বিগ্ন নাগরিক হিসেবে এ রুগ্ন রাজনীতি থেকে আমরা পরিত্রান চাই। আর এজন্য দরকার জাতীয় ঐক্যের। তাই দলমত নির্বিশেষে সকলকে নিয়ে সত্যিকার দেশ গড়ার লক্ষ্যে জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে গণফোরামের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ ঐক্যের আহবান জানান তিনি। সভাপতির বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, রুগ্ন রাজনীতি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এর একমাত্র চিকিৎসা জাতীয় ঐক্য। তিনি বলেন, দেশের মালিক জনগণ। আমরা সেই রাজনীতি দেখতে চাই যে রাজনীতি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। গগণতন্ত্রের নামে আমরা অন্য কিছু মেন নেব না। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান বলেন, দেশে সবকিছু রাজনীতিকরণ করা হয়েছে। বাংলাদেশে নির্বাচনের যে পরিস্থিতি তাতে তত্ত্বাবধায়কের প্রয়োজন আছে। তিনি বলেন, সংবিধান সংশোধনের আগে দেশের নাগরিকের ঐক্যমত থাকা উচিৎ। তাদের মতামত নেয়া উচিৎ। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল প্রমুখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend