শেরপুরে ব্রহ্মপত্র নদে পানিবৃদ্ধি অব্যাহত : ভাঙ্গনে অর্ধশতাধিক ঘরবাড়ী নদীগর্ভে

Nodi_Pic-300x210

উজান থেমে নেমে আসা পানিতে পুরাতন ব্রহ্মপুত্র নদের শেরপুর ফেরিঘাট পয়েন্টে পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে ব্রহ্মপুত্র নদের জেগে ওঠা চরের বাড়ীঘরে পানি প্রবেশ করায় লোকজন ঘরবাড়ী ফেলে অন্যত্র আশ্রয় নিয়েছে।
এদিকে, ব্রহ্মপুত্র নদে পানিবৃদ্ধির সাথে সাথে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর বেপারীপাড়া এলাকায় নদী ভাঙনের গত দুই দিনে গ্রামটির প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ী নদীগর্ভে বিলীন হয়েছে।
শেরপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হাছানুজ্জামান জানান, ব্রহ্মপুত্র নদের শেরপুর ফেরিঘাট পয়েন্টে শুক্রবার ২৪ ঘন্টায় ১৭ সেন্টিমিটার পানি বেড়েছে।
২২ আগস্ট শুকবার সরেজমিন ঘুরে দেখা গেছে, ব্রহ্মপুত্র নদ বেয়ে উজান থেকে ধেয়ে আসা বন্যার পানি আছড়ে পড়ছে কুলুরচর বেপারীপাড়া গ্রামে। এতে ওই এলাকায় নদীভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। ভাঙ্গনের মুখে স্থানীয় বাসিন্দারা তাদের ঘরবাড়ী সরাতে ব্যস্ত সময় পার করছেন। স্থানীয় বসিন্দারা জানান, ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন ঠেকাতে এবং ভাঙ্গনের শিকার অসহায় মানুষগুলোর সাহায্যে সরকারী ও বেসরকারী পর্যায়ের কেউ কোন সাহায্যের হাত বাড়ায়নি। অবিলম্বে ভাঙ্গন ঠেকানোর উদ্যোগ না নিলে এবছর কলুরচর গ্রামটির প্রায় এক হাজার মানুষ নদের গর্ভে তাদের বসতভিটা হারাবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend