ইনকিলাব অফিসে আবারও অভিযান

inkilab_561643929দৈনিক ইনকিলাব পত্রিকার কার্যালয়ে আবারও অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় অফিস থেকে প্রাইম সংবাদপত্রটির প্রাইম রিপোর্টার শাখাওয়াত হোসাইনের ব্যবহৃত দুটি কম্পিউটার ও সংবাদ সংশ্লিষ্ট কিছু নথিপত্র জব্দ করেছে পুলিশ সদস্যরা। বুধবার রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ২/১, আরকে মিশন রোডের ইনকিলাবের প্রধান কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (মিডিয়া) উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান এ খবর নিশ্চিত করেন। এ দিকে পত্রিকাটির স্টাফ রিপোর্টার মাইনুল হাসান সোহেল দাবি করেন শাখাওয়াত হোসাইনকে আটক করা হয়েছে।

তবে উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান আটকের খবর অস্বীকার করেন।

এর আগে দৈনিক ইনকিলাবের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে (তথ্য প্রযুক্তি আইন) ওয়ারী থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় ১৬ জানুয়ারি বৃহস্পতিবার রাতে ইনকিলাব অফিসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। আটককৃতরা হলেন- ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, চিফ রিপোর্টার রফিক মোহাম্মদ, স্টাফ রিপোর্টার আতিকুর রহমান ও আফজাল বারী।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend