নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাক

ec_41601বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। নোফোয়াক্স আই নামে একটি হ্যাকিং গ্রুপ ওয়েবসাইটটি হ্যাক করে। www.ecs.gov.bd ঠিকানার ওয়েবসাইটে ঢুকলে দেখা যায়, একটি বিপদজনক সর্তকতার ছবি। নিচে লেখা রয়েছে ‘প্রত্যেক সরকার মিথ্যা দ্বারা চালিত। হ্যাকড বাই নোফোয়াক্স।’ এরপর লেখা রয়েছে ‘আমরা যুদ্ধ করছি মিথ্যা তথ্যের বিরুদ্ধে। আমরা সন্ত্রাস বিরোধী।’ এছাড়া অনেকগুলো সর্তকতা এবং হুমকির বাক্য লেখা রয়েছে এতে। নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তার বিষয়টি আস্বীকার করে বলেন, ‘আমাদের ওয়েব সাইট হ্যাক হয়নি। ঠিকই আছে। আপনারা হয়তো ভুল ঠিকানায় প্রবেশ করেছেন।’ বৃহস্পতিবার দুপুরের পর থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত কমিশনের উল্লেখিত সাইটি হ্যাকড অবস্থায় রয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend