৪ জুন পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

সংসদ_0দশম জাতীয় সংসদের অধিবেশন ৪ জুন বিকেল ৪টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে মুলতবি ঘোষণা করেছেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

এর আগে মঙ্গলবার বিকেল ৫ টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছিল নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন।

আজকের সংসদ অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশমন এরশাদসহ সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন।

সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনে সভাপতিমন্ডলী মনোনয়নসহ শোক প্রস্তাবে অংশ হিসেবে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ওপর আনীত শোকপ্রস্তাবের সাধারণ আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংসদ সদস্যরা। শোক প্রস্তাবের ওপর আলোচনার শুরুতেই বক্তব্য রাখনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। এরপর আলোচনায় অংশ নেন শামীম ওসমান, কাজী ফিরোজ রশীদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, এলজিইডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

এছাড়া বাজেট অধিবেশনের জন্য প্যানেল স্পিকার হিসেবেনির্বাচিত হয়েছেন ৫ জন। অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্যানেল স্পিকারদের নাম ঘোষণা করেন। এবার প্যানেল স্পিকার হলেন আবুল কালাম আজাদ, মীর শওকত আলী বাদশা, ধীরেন্দ্র দেবনাথ শম্ভূ, কাজী ফিরোজ রশীদ এবং ফজিলাতুন নেছা ইন্দিরা।

আগামী ৫ জুন অর্থমন্ত্রী আবুল মাল মুহিত দশম সংসদের ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পেশ করবেন। যা পাশ হবে ২৯ জুন। বাজেট অধিবেশন আগামী ৩ জুলাই পর্যন্ত চলবে বলেও সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend