ঝিনাইগাতীতে নিয়ন্ত্রনহীনভাবে চলছে সিএনজি অটোরিক্স

images 58ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নিয়ন্ত্রহীনভাবে চলছে শতাধিক সিএনজি অটোরিক্স। ফলে শেরপুর-ঝিনাইগাতী রোডে চলাচলকারী যাত্রীরা চালকদের হাতে জিম্মি হয়ে পড়েছে। জানা গেছে, এ উপজেলায় শতাধিক সিএনজি অটোরিক্স রয়েছে। ঝিনাইগাতী থেকে শেরপুরের দুরত্ব ২০কি.মি। এ পথে স্বাভাবিবকভাবে প্রতিজন যাত্রীর ভাড়া নেয়া হয় ৩০ টাকা। কিন্তু সিএনজি অটোরিক্সার চালক ও মালিকরা প্রতিমুহুর্তেই নানা অজুহাতে ২/৩ গুন বেশি ভাড়া আদায় করে থাকে। বিভিন্ন দিবস, হরতাল,পরীক্ষা, গ্যাস সংকটসহ নানা কারন দেখিয়ে ভাড়া বৃদ্ধি করে আসছে। ফলে এ রোডের যাত্রীরা সিএনজি চালকদের হাতে জিম্মি হয়ে পড়েছে। যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, নিরুপায় হয়েই তারা অতিরিক্ত ভাড়া দিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে। এসব দেখার যেন কেউ নেই। নিয়ন্ত্রনহীনভাবে চলছে এ উপজেলায় সিএনজি গুলো। গত দু’দিন থেকে গ্যাস সংকট দেখিয়ে ৩০টাকার স্থলে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে ৫০ টাকা থেকে ৮০ টাকা। শ্রমিক নেতা আব্দুল হালিম বলেন, গত দু’দিন থেকে গ্যাস ফিলিং স্টেশন বন্ধ থাকায় ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend